শ্রীপুরে ট্রেনের সাথে শ্রমিকবাহী বাসের সংঘর্ষে নিহত ৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ২৪ জুলাই ২০২২, ০৬:৪২ পিএম


শ্রীপুরে ট্রেনের সাথে শ্রমিকবাহী বাসের সংঘর্ষে নিহত ৫

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের শ্রীপুরে ময়মনসিংহগামী বলাকা ট্রেনের সাথে শ্রমিকবাহী বাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরো ১৫ থেকে ২০ জন বাসযাত্রী।

নিহত এবং আহতরা মাওনা, টেপিরবাড়ী এলাকার জামান ফ্যাশন ওয়্যার লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক। তারা সবাই কোম্পানীর ভাড়া করা বাসে ডিউটিতে যাচ্ছিলেন।

রবিবার (২৪ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা হতে ময়মনসিংহগামী বলাকা ট্রেনটি উপজেলার  বরমি ইউনিয়নের মাইজপাড়া এলাকায় পৌঁছালে শ্রমিকবাহী বাসের সাথে সংঘর্ষে এ ঘটনা ঘটে ।

এ ঘটনায় নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন বরমী ইউনিয়নের জুলহাস মিয়ার স্ত্রী নারী শ্রমিক প্রিয়া আক্তার (২২), জামান ফ্যাশনের যাত্রীবাহী বাসের চালক ও পার্শ্ববর্তী কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের পাচুয়া গ্রামের মো. হাদিউল ইসলামের ছেলে মো. তাজুল  ইসলাম (৩২) এবং ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার চরমাধাখালী গ্রামের সামাল উদ্দিনের ছেলে ইলিয়াস উদ্দিন। বাকি দুজনের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ক্রসিং এ গেইটম্যান না থাকায় জামান ফ্যাশন ওয়্যার এর একটি বাস রেলে ওঠে যায় এবং সেই মুহুর্তে ট্রেন এসে বাসটিকে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা আরও জানায়, এই ক্রসিং এ একজন গেইটম্যান সার্বক্ষণিক দায়িত্ব পালনের কথা থাকলেও গেটম্যান থাকে না। গেইটম্যানের দায়িত্বহীনতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে ।

শ্রীপুর রেলস্টেশনের মাস্টার হারুন অর রশিদ জানান, ঢাকা থেকে ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৭টা ৫ মিনিটে শ্রীপুর থেকে ছেড়ে যায়। ট্রেনটি কাওরাইদ স্টেশন ও সাতখামাইর স্টেশনের মাঝামাঝি এলাকায় মাইজ পাড়া ক্রসিং পার হওয়ার সময়  একটি শ্রমিকবাহী বাসের সাথে সংঘর্ষ হয়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট শামসুল আলম প্রধান সহ উর্ধতন কর্মকর্তারা।

এসময় ঘটনাস্থল পরিদর্শন করে গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, এই ঘটনায় নিহতের প্রত্যেককে ২০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে। দূর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হবে।

 

Link copied