পঞ্চগড়ের পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভীড়

মাহামুদুল ইসলাম, পঞ্চগড়

প্রকাশিত: ১৩ জুলাই ২০২২, ০৭:২২ পিএম


পঞ্চগড়ের পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভীড়

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারাদেশের মত গত দুই বছর করোনাভাইরাসের কারণে ঈদগাহে নামাজ আদায়সহ বিভিন্ন সময়ে বন্ধ ছিলো পঞ্চগড়ের পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো। এবার ঈদুল আজহা'য় সব খুলে দেওয়ায় পঞ্চগড়ের বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় ছিলো উপচে পড়ার মতো।

পঞ্চগড়ের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে ঈদের তৃতীয় দিনেও ঈদের আমেজে মেতে উঠতে ভিড় জমায় বিনোদন কেন্দ্রগুলোতে। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে অনেকেই পরিবার, বন্ধু বান্ধব সহ প্রিয়জনদের নিয়ে এসব বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরতে যাচ্ছে। মোটরসাইকেল, মাইক্রোবাস, অটো,পিক-আপ সহ বিভিন্ন মধ্যে ঘুরে বেড়াচ্ছেন আনন্দ পিপাসু মানুষ। স্মৃতিগুলোকে স্মরণীয় করে রাখতে মোবাইল ফোনে সেলফি আর ছবি তুলে রাখছেন অনেকেই।

পঞ্চগড়ের বিভিন্ন পর্যটন কেন্দ্র গুলোর মধ্যে তেতুলিয়ায় রৌশনপুরে কাজী অ্যান্ড কাজী টি এস্টেট, আনন্দধারা, সমতলভূমিতে চা বাগান, উত্তরবঙ্গের প্রবেশদ্বার বাংলাবান্ধা জিরো পয়েন্ট, ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী মহানন্দা নদীর পাড়, তেঁতুলিয়া ডাকবাংলো, পঞ্চগড় সদরের তালমা রাবার ড্যাম, হিমালয় বিনোদন পার্ক, করতোয়া তীরের সোনার বাংলা পার্ক, ভিতরগড়ের  মহারাজার দীঘি,আটোয়ারীর জন্মভূমিপার্ক সহ সবখানেই ঈদ আনন্দে মেতে উঠেছেন দর্শনার্থীরা।এদিকে সুসজ্জিত পঞ্চগড় সিরাজুল ইসলাম রেলওয়েস্টসনে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে।

নুতন পোশাকে শিশু-কিশোর, তরুণ-তরুণী, নারী-পুরুষ  সহ বিভিন্ন বয়সের মানুষ ঘুরে ঘুরে এসব বিনোদন কেন্দ্রগুলোতে সময় কাটাচ্ছেন।

পঞ্চগড়ের প্রাণকেন্দ্র হিমালয় পার্কে ঘুরতে আসা শামসুজ্জামান একাত্তর পোস্টকে বলেন বলেন, "পঞ্চগড়ের বিভিন্ন বিনোদন কেন্দ্র সহ সারাদিন সমতলের চা বাগান ঘুরে এখানে এসেছি, দিনটা বেশ উপভোগ করলাম। বিশেষ করে এখানকার সমতল ভূমিতে সারি সারি চা বাগানে সবুজের সমারোহ দেখে চোখ জুড়িয়ে যায়। এখানের সবুজ শ্যামলে ঘিরে থাকা পরিবেশ মুগ্ধ করেছে।

এদিকে ভিতরগরে ঐতিহাসিক মহারাজার দিঘির পাড়ে স্ব-পরিবারে ঘুরতে আসা রেজাউল ইসলাম বলেন, "আমার পরিবার নিয়ে ঘুরতে এসেছি বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঘুরেছি সবখানেই বেশ উপভোগ করেছি। এখানে এসেও আনন্দ উপভোগ করছি।"

হিমালয় বিনোদন পার্কের ম্যানেজার মোঃ সুলতান আলী একাত্তর পোস্টকে বলেন করোনা মহামারীর জন্য বন্ধ থাকার পর আমাদের পার্কে দর্শনার্থীদের ভিড় বেড়েছে। মানুষ পার্কে এসে সাচ্ছন্দে ঈদ আনন্দ ভাগাভাগি করছেন।

এবারের ঈদে আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তায় কাজ করছে টুরিস্ট পুলিশ পঞ্চগড় জোন। বিভিন্ন দর্শনীয় স্থান ও পর্যটন কেন্দ্রগুলোতে টহল অব্যহত রেখেছে টুরিস্ট পুলিশ।

Link copied