বিষপানে গৃহবধূর আত্মহত্যা
প্রকাশিত: ১১ জুলাই ২০২২, ১১:২৪ পিএম
ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের লেজপাতা গ্রামে মোসাঃ শাহিনা বেগম(২৬) নামের এক গৃহবধূ বিষ পান করে আত্মহত্যা করেছেন।
সোমবার (১১জুলাই) বিকাল সাড়ে নিহতের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শাহিনা বেগম (২৬) ওই গ্রামের মোঃ দুলাল (৫০) মিয়ার মেয়ে। শাহিনা বরিশালের মূলাদী নিবাসী মোঃ রুবেলে স্ত্রী ছিলেন।শাহিনার স্বামীসহ বাবার বাড়ি চরপাতার লেজ পাতা গ্রামে থাকতেন।তাদের পরিবারে ২ টি সন্তান রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, শাহিনা দীর্ঘ দিন যাবত পেটের পিড়ার রোগে আক্রান্ত ছিলেন। পেটের বেদনা সহ্য না করতে পেরে প্রায় নিজেকে আঘাত করতেন। সোমবার বিকালে পেটের ব্যাথা উঠলে তা সহ্য না করতে না পেরে বিষ পান করেন। পরে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে থাকা দায়িত্বরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে একাত্তর পোস্টকে জানান, শাহিনা দীর্ঘ দিন যাবত পেটের পিড়া রোগে আক্রান্ত ছিলেন। পেটের ব্যাথা সহ্য করতে না পেরে বিষ পান করে আত্মহত্যা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় দৌলতখান থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।