শেরপুরে স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত সম্পন্ন
প্রকাশিত: ১০ জুলাই ২০২২, ০৪:০৮ পিএম
ছবিঃ একাত্তর পোস্ট
শেরপুরের শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ভাটি লংগর পাড়া ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ সম্পন্ন হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে মুসল্লীগণ ঈদের নামায আদায় করেছেন।
রবিবার (১০শে জুলাই) সকাল ৯টার দিকে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়।পরে হাদিসের আলোকে কোরবানি উপলক্ষে বয়ান পেশ এবং ঈদের নামাযের ইমামতি করেন স্থানীয় ঈমাম হাফেজ মাওলানা মোঃ শাহ জামাল ইসলাম।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হাফেজ মাওলানা মো.শাহ জামাল ইসলাম হাদিসের আলো থেকে কোরবানির নিয়মনীতি ও গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন।
তিনি বলেন, 'ত্যাগের মহিমায় সারা বিশ্বের মুসলমানের মতো বাংলাদেশের মুসলমানরাও ধর্মীয় মর্যাদায় পবিত্র ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যে পশু কিনে কোরবানির জন্য প্রস্ততিও নিয়েছেন মুসলিমগণ। মহান আল্লাহর প্রতি গভীর শ্রদ্ধা ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর ঈদুল আজহা।'
তিনি বয়ানে আর বলেন, 'আল্লাহ তায়ালার নির্দেশে হযরত ইব্রাহিম (আ.) ইসমাইল এর পুত্র ইসমাইল (আ.) কে কোরবানি করতে বলায় তিনি স্বীকার করেন। কিন্তু ইসমাইল (আ) কোরবানি হয় নি। এরপর থেকেই কোরবানি প্রথা প্রচলন হয়।
তিনি আরও বলেন, মহান আল্লাহ তা'য়ালার কাছে কোরবানি সঠিকভাবে কবুল হওয়ার জন্য শুদ্ধ নিয়ত ও বৈধ উপার্জন থাকতে হবে। তা না হলে কোরবানি বৈধ হবে না।
এ সময় ভাটি লংগর পাড়া গ্রামের একজন সুদক্ষ ব্যক্তি ডাঃ মাওলানা মকলেছুর রহমান, খড়িয়া কাজিরচর ইউনিয়নের চেয়ারম্যান দুলাল মিয়া এবং মহল্লার ময়মুরুব্বি সহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ পবিত্র ঈদুল আজহার নামায আদায় করেন।