শোলাকিয়া সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত
প্রকাশিত: ১০ জুলাই ২০২২, ০৩:৪৬ পিএম
ছবিঃ সংগৃহীত
রোববার কিশোরগঞ্জ জেলা শহরের শোলাকিয়া ঈদগাহ ময়দানে দেশের অন্যতম বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
১৯৫তম ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ হিফজুর রহমান। এক লাখেরও বেশি মানুষ জামাতে অংশ নেন।
উক্ত জামায়াতে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জিল্লুর রহমান, পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খান, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিক, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন। .
মুসল্লীদের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে ভৈরব-কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে বিশেষ ট্রেন চালু করে।
জামাতের পর মুসলিম উম্মাহ ও বাংলাদেশের জন্য দোয়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত এবং কোভিড মহামারী থেকে আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।