নির্যাতনের শিকার শিশু তানিশার দায়িত্ব নিলেন পুলিশ কনস্টেবল জীবন মাহমুদ

মোঃ সবুজ, ভোলা

প্রকাশিত: ৩০ জুন ২০২২, ০১:৫৩ পিএম


নির্যাতনের শিকার শিশু তানিশার দায়িত্ব নিলেন পুলিশ কনস্টেবল জীবন মাহমুদ

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নে দাদি মনোয়ারা বেগম কতৃক নির্যাতনের শিকার শিশু তানিশার দায়িত্ব নিলেন মানবিক পুলিশ সদস্য জীবন মাহমুদ। 

বৃহস্পতিবার (৩০জুন) শিশু তানিশার মা সোনিয়া বেগম এ তথ্য নিশ্চিত করেছেন। 

শিশুর মা সোনিয়া বেগম জানান,তানিশার নির্যাতনের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচার করার পর জীবন মাহমুদ নামের এক পুলিশ সদস্য আমাদের সাথে যোগাযোগ করে তানিশার পড়ালেখার খরচ সহ তার দায়িত্ব নেওয়া কথা বলেন।এতে আমরা সম্মতি দিয়ে রাজি হই।এবং  বোরহানউদ্দিন একটি মহিলা আবাসিক মাদ্রাসায় ভর্তি করান শিশু  তানিশাকে। 

পুলিশ সদস্য জীবন মাহমুদ জানান, শিশু তানিশার  নির্যাতনের খবর টি শুনতে পেয়ে  শিশুটি দায়িত্ব নেওয়ার জন্য পরিবারের সাথে যোগাযোগ করলে পরিবারের সম্মতিক্রমে আজ মেয়েটিকে বোরহানউদ্দিনের একটি আবাসিক মহিলা মাদ্রাসায় ভর্তি করাই। 

অসহায় ছিন্নমূল মানুষের পাশে থেকে কাজ করাই হচ্ছে মূল লক্ষ্য বলে জানান মানবিক এ পুলিশ সদস্য।

Link copied