বশেমুরবিপ্রবি-তে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আলমগীর হোসেন, বশেমুরবিপ্রবি

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২২, ১২:১৬ এএম


বশেমুরবিপ্রবি-তে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন (শেখ রাসেল দিবস) উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উদ্যোগে "মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর পরিবার" বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকাল ৪ টায় একাডেমিক ভবনের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২২৫ নং কক্ষে কুইজ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

এতে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর পরিবার নিয়ে ২০ মার্কের এমসিকিউ আকারে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। 

কুইজ প্রতিযোগিতায় বিজয়ীরা পাবেন বই। প্রথম পুরষ্কার হিসাবে আমাদের ছোট রাসেল সোনা: শেখ হাসিনা ও রাসেলের জন্য ভালোবাসা: হাসানাত লোকমান। দ্বিতীয় পুরস্কার হিসাবে রাসেলের জন্য ভালোবাসা: হাসানাত লোকমান, তৃতীয় পুরষ্কার হিসাবে আমাদের ছোট রাসেল সোনা: শেখ হাসিনা।

এ বিষয়ে বশেমুরবিপ্রবিসাসের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন,‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন দিবস উপলক্ষ্যে আমরা এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করি। আমাদের উদ্দেশ্য ছিলো মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর পরিবার সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞানের পরিধিকে আরো সমৃদ্ধ করা। আমাদের প্রত্যাশা এই আয়োজন শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু ও তার পরিবারের আত্মত্যাগ নিজেদের মধ্যে ধারণ করে প্রকৃত দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে সামান্য হলেও সহায়তা করবে।’

Link copied