ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাব সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক নাঈম

মমিনুল হক রাকিব

প্রকাশিত: ১ জুলাই ২০২২, ০৪:১৫ পিএম


ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাব সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক নাঈম

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আমির হামজা সিফাত কে সভাপতি এবং আব্দুল্লাহ আল নাঈম কে সাধারণ সম্পাদক করে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলোজি এন্ড সায়েন্সেস (ইউআইটিএস) সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাব (ইউসেক) এর ২০২২-২০২৩ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

১লা জুলাই ২০২২ (শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে আয়োজিত এক সভায় নতুন ২৬ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। আগামী এক বছর বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাব এবং সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর প্রতিনিধিত্ব করবেন এই কমিটির সদস্যগণ।

আজকের সভায় ইফতিয়ার হোসাইন এবং মোঃ জিশান আহমেদ (সহ-সভাপতি), রিজু আহমেদ এবং মোঃ শাকিল আহমেদ (যুগ্ম সম্পাদক), নাইমুল ইসলাম (ট্রেজারার) সহ মোট ২৬ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।

উক্ত সভায় বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মাজহারুল হক, বিভাগীয় প্রধান ড. মাহবুবুর রহমান সহ ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাব এর মডারেটরবৃন্দ এবং বিভাগের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Link copied