বাংলাবান্ধা স্থল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

মোঃ মাহমুদুল ইসলাম, পঞ্চগড়

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২, ০৬:৩৭ পিএম


বাংলাবান্ধা স্থল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

টানা ১০ দিন বন্ধ থাকার পর বাংলাবান্ধা স্থল বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

শারদীয় দূর্গাপুজা, ঈদে মিলাদুন্নবী ও সাপ্তাহিক সরকারী ছুঁটিসহ ১০ দিন পর দেশের একমাত্র চতুর্দশীয় স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) পঞ্চগড়ের বাংলা স্থল বন্দর আমদানি রপ্তানি কার্যক্রম চালু হয়েছে।

সোমবার (১০ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন বাংলাবান্ধা আমদানি রপ্তানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই খুদা মিলন।

এ সময় তিনি বলেন টানা ১০ দিন বন্ধ থাকার পর পুনরায় বাংলাবান্ধা স্থল বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

আমদানির রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও চার দেশের পাসপোর্টে যাতায়াত করা যাত্রীদের ইমিগ্রেশন ব্যবস্থা স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন বাংলাবান্ধা স্থল বন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম‌।

আরও পড়ুন

Link copied