আবারো কমেছে স্বর্ণের দাম
প্রকাশিত: ৬ জুলাই ২০২২, ১১:৫২ পিএম
ছবিঃ সংগৃহীত
প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১৬৬ টাকা কমেছে। এখন প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ৭৮,৩৮২ টাকায় নেমে এসেছে।
একই মানের সোনা আগে প্রতি ভরি ৭৯,৫৪৮ টাকায় বিক্রি হয়েছিল।
বিশ্ববাজারে সোনার দাম কমে যাওয়া এবং মার্কিন ডলারসহ বৈদেশিক মুদ্রার দাম কমার পর বুধবার (৬ জুলাই) অনুষ্ঠিত বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
সংশোধিত দাম বৃহস্পতিবার থেকে কার্যকর হবে বলে বুধবার বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।